শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বঙ্গবন্ধুর সমাধিতে বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:০৭, ৬ মে ২০২৩

আপডেট: ১৩:০২, ৬ মে ২০২৩

বঙ্গবন্ধুর সমাধিতে বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত সদস্যরা।

নারায়ণগঞ্জ জেলার বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল আয়োজন করেন।

শনিবার ৬ মে দিনব্যাপী কর্মসূচীর শুরুতে জাতির জনকের সমাধি বেদীতে বন্দর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি মোবারক হোসেন কমল খানের নেতৃত্বে নবনির্বাচিতরা পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা এক মিনিট নীরবতা পালন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সাফল্য কামনা করা হয়। এরপর সভাপতি মোবারক হোসেন কমল খান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মেহেবুব মিয়া, সহ-সভাপতি মোঃ মামুন মিয়া, সহ-সাধারণ সম্পাদক জি এম সুমন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজীব, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহজামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হৃদয় আহম্মেদ জয়, কার্যকরি সদস্য দিন ইসলাম দিপু।

এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার মোহাম্মদ আলীম, প্রাথমিক সদস্য ফখরুল ইসলাম, মামুনুর রহমান মামুন, আব্দুর লতিফ রানা, ইকবাল হোসেন, মোহাম্মদ জহিরুল ইসলাম টুটুল প্রমুখ।

১ মে সোমবার বন্দর প্রেসক্লাব-এর কার্যনিবার্হী পরিষদ (২০২৩-২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়।