শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

উকিলপাড়া ও নয়ামাটির হোসিয়ারি পল্লী পরিদর্শনে নিম্নতম মজুরী বোর্ডের চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৭, ৮ মে ২০২৩

উকিলপাড়া ও নয়ামাটির হোসিয়ারি পল্লী পরিদর্শনে নিম্নতম মজুরী বোর্ডের চেয়ারম্যান

হোসিয়ারি কারখানা পরিদর্শন

হোসিয়ারি শিল্পে নিয়োজিত শ্রমিকদের নিম্নতম মজুরী হার নির্ধারনের বিষয়ে পর্যালোচনা করতে নারায়ণগঞ্জের কয়েকটি হোসিয়ারি কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে নিম্নতম মজুরী বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ লিয়াকত আলী মোল্লা।  

গতকাল সোমবার (০৮ মে) সকালে নগরীর হোসিয়ারি পল্লীখ্যত উকিলপাড়া এলাকার নিউ বিধান হোসিয়ারি ও নিউ নাসিমা হোসিয়ারি এবং নয়ামাটিস্থ সেঞ্চুরী হোসিয়ারি ও নিউ গুডলাক হোসিয়ারির কারখানা পরিদর্শন করেন নিম্নতম মজুরী বোর্ডের চেয়ারম্যান সহ বোর্ডের অন্যান্য সদস্যগন।

নারায়ণগঞ্জ হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত ও সাধারন সম্পাদক মোঃ আওলাদ হোসেন পরিদর্শন দলের সদস্যদের কারখানাগুলো পরিদর্শন করতে সহযোগীতা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ মোঃ নাজমুল আলম সজল, সহ-সভাপতি (জেনারেল) মোঃ কবির হোসেন, সহ-সভাপতি (এসােসিয়েট) সাঈদ আহমেদ স্বপন, পরিচালক (জেনারেল) মোঃ আতাউর রহমান, বীর মুক্তিযােদ্ধা হাজী আলী আহমেদ শেখ, মােঃ মােজাম্মেল হক, আলহাজ্ব মােঃ আবদুল হাই, আমিরুল্লাহ রতন, আলহাজ্ব মােঃ মনির হােসেন, মােঃ সাব্বির আহমেদ সাগর,বাবু বৈদ্যনাথ পোদ্দার, মােঃ সাখাওয়াত হােসেন সুমন, মােঃ আবুল বাশার (বাসেত), পরিচালক (এসােসিয়েট) আলহাজ্ব মােঃ নাছির শেখ, হাজ্বী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব নাছিম আহমেদ, আলহাজ্ব মােঃ আতাউর রহমান, আলহাজ্ব মােঃ মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন আল মদীনা হোসিয়ারির স্বত্তাধিকারী আলহাজ্ব মোঃ শাফিউদ্দিন সহ হোসিয়ারি এসোসিয়েশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরো পড়ুন