রোববার, ১১ মে ২০২৫

|

বৈশাখ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ডিসিকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪৩, ২৫ জুলাই ২০২৩

আপডেট: ১৪:৪৩, ২৫ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জে ডিসিকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান

সংবর্ধনা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ নুরে আযম মিয়া, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিন্টু ভূইয়াসহ কর্মকর্তা ও কর্মচারীগণ।

এ সময় বক্তারা জেলা প্রশাসকের কর্মজীবনের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।