শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মুন্সিগঞ্জে সবুজ কুঁড়ি বাংলাদেশের ২’শ গাছের চারা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:৩০, ১১ আগস্ট ২০২৩

মুন্সিগঞ্জে সবুজ কুঁড়ি বাংলাদেশের ২’শ গাছের চারা বিতরণ

গাছের চারা বিতরণ

জাতীয়  শোকের মাসের অংশ হিসেবে  পরিবেশবাদী সবুজ কুঁড়ি বাংলাদেশরর উদ্যোগে মুন্সিগঞ্জ সদরের  বজ্রযোগীনী ডেকরাপাড়ায় দুই শশতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি সদস্য মো. আলম দেওয়ান। এতে সবুজ কুঁড়ি বাংলাদেশেরসহ-সভাপতি শাহ মোয়াজ্জেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি লেখক মাহবুব আলম জয়। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ডেকরাপাড়া বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আব্দুল রশিদ মাদবর,মোতায়াল্লি মোঃ নূর হোসেন হাওলাদার, সবুজ কুঁড়ি বাংলাদেশের সহ-সভাপতি মো. আব্দুর রহমান নাঈম, যুগ্ম সম্পাদক মো. আল আমিন, প্রচার সম্পাদক মেহেদি হাসান হিমেল,মো. শাহাবুদ্দিন,   মোঃ জয়নাল মাদবর, মোঃ রহমান মাদবর, আবু কালাম মাদবর, মোঃ রফিক মাদবর, ছবর শেখ,মো দুলাল মাদবর, আজিজল ঢালী, মজিবর হাওলাদার, তুহিন মাদবর, সোহাগ মাদবর, সবুজ হাওলাদার সহ অন্যরা। এসময় ফলজ,ঔষধী ও ফুলের গাছের ২'শ গাছের চারা স্থানীয়দের মাঝে  বিতরণ করা হয়।