
খাবার বিতরণ
নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদের উদ্যোগে গরীব ও দুস্থদের জন্য রান্না করা খাবার বিতরণ কর্মসূচি "আমাদের মেহমান" এর কার্যক্রম শুরু করা হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত দু:স্থ মানুষের মধ্যে ১০০ প্যাকেট রান্না করা খাবার বিতরনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলের মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষে মানবিক সংগঠন "টিম খোরশেদ" এর উদ্যেগে ইউসুফ আলী ফকির পরিবারের সহযোগিতায় বছর ব্যাপী প্রতিদিন ১০০ জনকে বিনামূল্যে এক বেলার খাবার প্রদান করা হবে, ইনশাআল্লাহ। আমাদের এই প্রকল্পের নাম হবে "আমাদের মেহমান"।
তিনি আরও বলেন, প্রথম দিকে নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে পুরো নারায়ণগঞ্জ জেলায় কার্যক্রম বিস্তার করা হবে।
এসময় উপস্থিত ছিলেন দাতা পরিবারের পক্ষে শামছুল আরেফীন, টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, নাজমুল কবীর নাহিদ, রানা মুজিব, আওলাদ হোসেন, হাফেজ শিব্বির, শওকত খন্দকার, মোঃ শহীদ, রানা মুন্সী আনোয়ার হোসেন, মোঃ সুমন।