বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

|

আশ্বিন ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৯, ১৮ আগস্ট ২০২৩

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে দোয়া

মিলাদ ও দোয়া

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়।

শুক্রবার(আগস্ট ১৮) বাদ মাগরিব ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের রুহের মাকফেরাত কামনা করে দোয়া করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগ সহ-সভাপতি ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন।

বিশেষ অতিথি ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সাধারণ  সম্পাদক মো:শাহজাহান ভূইয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা ও সমাজ সেবক কাজি আব্দুল করিম, সমাজ সেবক মোবারক হোসেন চৌধুরী হান্না।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে সভাপতি কাজি আনিসুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন,  ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আশরাফুল হক আশু, সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, সাংকেতিক সম্পাদক জুয়েল চৌধুরী, কার্যকরী সদস্য মেহেদী হোসেন, সদস্য আবু সাঈদ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মো: ওবায়েদ উল্লাহ।