শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিগঞ্জে বাজুসর নির্বাচন সম্পন্ন সভাপতি রানা সম্পাদক আমজাদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫১, ২২ নভেম্বর ২০২৩

সিদ্ধিগঞ্জে বাজুসর নির্বাচন সম্পন্ন সভাপতি রানা সম্পাদক আমজাদ

ফাইল ছবি

বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন বাজুস সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড শাখা নির্বাচন সম্পন্ন হয়েছে। 

বুধবার (২২ নভেম্বর) দুপুরে উৎসব মুখোর পরিবেশে চিটাগংরোড দি প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে এ নির্বাচন সম্পন্ন হয়। 

সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন ওমর ফারুক রানা। নির্বাচনে ১৩ ভোট পেয়ে মোঃ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- মোঃ জামাল হোসেন, প্রদীপ চন্দ্র দে বাবু ও মোঃ  আমজাদ হোসেন। মোট ৩৭ জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  অপর প্রতিদ্বন্দ্বী মোঃ জামাল হোসেন ১২ ভোট ও প্রদীপ চন্দ্র দে বাবু পান ১১ ভোট। 

এর মধ্যে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবুল কাশেম, মোঃ মোছলেম উদ্দিন, মোবারক হোসেন, নেছার উদ্দিন, মোঃ সোহেল রানা ও মোঃ সোহান।

এর আগে ১ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ১৪ নভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ১৭ নভেম্বর মনোনয়নপত্র চূড়ান্ত বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।