
জাতীয় প্রতিবন্ধী দিবস
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় ৩২তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার(১০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার রিয়াজুদ্দিন আহম্মেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা, রূপগঞ্জ প্রতিবন্ধী পরিষদের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, সহ-সভাপতি রিমা আক্তার, এমদাদুল হক মিলন ,নুর মোহাম্মদ, জিহাদ হোসেন রিয়াদ, ফরহাদ আহমেদ অপুর্ব,জোনায়েদ আহমেদ, মোহাম্মদ মুসাসহ আরো অনেকে।