সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডুসান এর নতুন কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৭, ১৪ ডিসেম্বর ২০২৫

ডুসান এর নতুন কমিটি ঘোষণা

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ (DUSAN)-এর ২০২৫–২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম পান্থ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) নবগঠিত এই কমিটির অনুমোদন দেন সংগঠনের সংশ্লিষ্ট দায়িত্বশীল ও উপদেষ্টামণ্ডলী।

নবগঠিত কমিটিতে আরও আছেন সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি তানভীর হাসান সিফাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান এবং সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ।

এছাড়া ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক হিসেবে তারিন ইসলাম রেশমী, প্রচার সম্পাদক রবিউল ইভান, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক এবং গণশিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সাবিকুন্নাহার সামান্তা মনোনীত হয়েছেন।

নবগঠিত এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের শিক্ষাগত, সামাজিক ও ক্যারিয়ার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নব নির্বাচিত নেতৃবৃন্দ।