শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনার দাম বেড়ে ভরিপ্রতি ২১২১৪৩ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৫, ১২ ডিসেম্বর ২০২৫

সোনার দাম বেড়ে ভরিপ্রতি ২১২১৪৩ টাকা

ফাইল ছবি

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির মূল্য বাড়ানো হয়েছে। আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ৪৮ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণে দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৩ টাকা। 

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৬৩ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।

রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ভালোমানের ২২ ক্যারেটের একভরি রূপার দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের একভরি রূপার দাম ৪ হাজার ৪৭ টাকা। ১৮ ক্যারেটের একভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতনী একভরি রূপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়।