
সংগৃহীত
নারায়ণগঞ্জে রমজান শুরু হওয়ার আগেই বাড়তে শুরু করেছে দ্রব্য সামগ্রির দাম। বাজারে রোজার খবরে একশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) শহরের দ্বিগুবাবুর বাজার ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
বাজারে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। বিক্রেতারা জানান, আগামীকাল রোজা। তাই বাজারে ক্রেতা অনেক বেশি। সবাই বেগুন কিনছে। তাই দাম একটু বেশি।
এদিকে ক্রেতারা জানান গতকাল পর্যন্ত একই বাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল বেগুন। একদিনের ব্যাবধানে দাম বাড়িয়ে দিয়েছেন সবজি বিক্রেতারা।
বাজারে সবজি নিতে আসা সাদিদ খান জানান, গতকালও ৬০ টাকা কেজি বেগুন কিনেছি। কাল থেকে রেজা শুরু। মানুষ তে এখন বেগুন কিনবেই। তাই বেশি দামে বিক্রি করছে তারা।
এছাড়াও বাজারে ইফতারের অন্যান্য অনুষঙ্গের দামও। বিক্রেতারা বলছেন চাহিদা বেশি হওয়ায় হঠাৎ দাম এমন বৃদ্ধি পেয়েছে। এখানে আমাদের কিছু করার নেই।