মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদের পর ফাঁকা মাছ বাজার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৪, ১২ এপ্রিল ২০২৪

ঈদের পর ফাঁকা মাছ বাজার

পাঁচ নং মাছঘাট

নারায়ণগঞ্জে ঈদের দ্বিতীয় দিনে মাছের বাজারে তুলনামূলক কম যাচ্ছে মাছের দাম। তবে বাজারে নেই ক্রেতাদের ভিড়। 

শুক্রবার (১২ এপ্রিল) সকালে শহরের পাঁচ নং মাছঘাট এলাকার পাইকারি মাছের আড়ৎ ও খুচরা বাজারে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলের নেই ক্রেতা। ফলে মাছের দাম কিছুটা সস্তা। বিক্রেতারা জানাচ্ছেন ঈদের সময় হওয়ায় বাজারে ক্রেতা একেবারেই কম। তাই মাছের দাম কিছুটা কম। দুয়েক দিন গেলেই তা আবারও স্বাভাবিক হয়ে যাবে।

বাজারে প্রতি কেজি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ১৮০ টাকা কেজি দরে। বড় সাইজের রুই ও কাতলা ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় সাইজের গলদা চিংড়ি ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঙ্গাশ মাছ আকৃতি ভেদে ১৫০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে।

বাজারের মাছ বিক্রেতা হাদিউল ইসলাম বলেন, ঈদের সময় তাই বাজারে মাছের সরবরাহ কিছুটা কম। ক্রেতা আরও কম। তাই মাছের দাম আপাতত কম আছে।

বাজারে মাছ কিনতে আসা মিজানুর রহমান জানান, আজকে বাজার মোটামুটি ফাঁকা। মাছে দামও কিছুটা কম। তাই সপ্তাহের বাজার করে নিলাম।