শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নসিব পরিবহনের রোড পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৫, ২ মার্চ ২০২৫

নসিব পরিবহনের রোড পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রতীকী ছবি

মেয়াদ উর্ত্তীণ হওয়ায় রোড পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে নসিব পরিবহন কোম্পানি প্রাইভেট লিমিটেড। 

শনিবার (০১ মার্চ) সকালে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

এনামুল হক শুক্কুর প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে নসিব পরিবহন কোম্পানি প্রাইভেট লিমিটেড নিজ কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল পরিচালক ও চেয়ারম্যান সৈয়দ আশরাফুল আউয়ালের নেত্বতে তিন সদস্য বিশিষ্ট স্বাক্ষরিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক পূর্বে রোড পরিচালনা কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়া কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এসময় চেয়ারম্যান ছাড়াও পরিচালক মো: তোফাজ্জল হোসেন, মো: আসলামসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।