
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যান সমিতি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৫ আগষ্ট (রোববার) সন্ধ্যায় নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হিরাঝিলস্থ সমাজ কল্যান সমিতি’র কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় জাতির জনক ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হিরাঝিল আবাসিক এলাকার বাইতুন নূর জামে মসজিদের খতিব মুফতী আশিকুল্লাহ সিরাজী।
হিরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যান সমিতি’র সভাপতি মোঃ হাবিবউল্লাহ হবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন সরকার, আবদুল মতিন মিয়া, মোঃ মুসলিম সরকার, ওবাইদুল হক স্বপন, হাজী মোখলেছুর রহমান ও আনোয়ার হোসেন প্রমুখ।
নারায়ণগঞ্জ পোস্ট