
সংগৃহীত
'ভাইরাল' শব্দটি কখন যে চট করে আপনার কন্টেন্টে জুড়ে যাবে সেটি আসলে কখনোই বলা সম্ভব নয়। লক্ষ লক্ষ মিম থেকে শুরু করে ভিডিও, লাইক শেয়ারের জামানায় একটুখানি আকর্ষণীয় মনে হলে হলেই লাইক শেয়ারের বন্যায় কন্টেন্টে জুটে যায় 'ভাইরাল' তকমা।
তেমনি এক ভাইরাল ভিডিও নেটমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নুডুলস বুননের। কি অবাক হয়ে গেলেন তো? অবাক হলেও সত্যি এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি উল বোনার মতো করে বুনছেন নুডুলস। ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন ৭০ লক্ষেরও বেশি মানুষ সেই সাথে রিয়্যাক্ট পড়েছে প্রায় চার লক্ষ।