
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজরে মোঃ হোসেন (৬০) নামের বাজারের ক নৈশ প্রহরীকে হত্যা করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) ভোর পৌনে চারটার দিকে উপজেলার উচিৎপুরা বাজারে রুস্তমালির মুদি দোকানের সামনে এই ঘটনা ঘটে। নিহত হোসেন উপজেলার আগুয়ান্দী গ্রামের মৃত মোঃহাসিবের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উচিতপুরা বাজারে নৈশ প্রহরী হিসেবে প্রতিরাতের মত আগুয়ান্দী গ্রামের হাসিবের ছেলে হোসেন ও একই গ্রামের মৃত গণি মিয়ার ছেলে হেসেন আলী বাজার পাহারা দিত। বুধবার ভোরের দিকে দুই হোসেনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় হোসেন আলী অপর পাহারাদার হোসেনকে টর্চ লাইট দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোঃ হোসেন (৬০) কে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেলহাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ|
আড়াইহাজর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।