রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২১, ২৮ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের আইডিয়াল হাইস্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার ২৭ডিসেম্বর বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সহকারী পাবলিক প্রসিকিউটর(এপিপি) এডভোকেট মোস্তাফিজুর রহমান শুকুর মাহমুদ। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান বাবুল, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাজী রফিক উদ্দিন ভুঁইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ জজ মিয়া, বিদ্যালয় পরিচালক এম এ কালাম মাস্টার, আমির হোসেন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভুঁইয়া, সহকারী প্রধান শিক্ষক ইসলাম মিয়া প্রমুখ। পরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা পদক প্রদান করা হয়।