
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় লুণ্ঠিত মালামাল।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আড়াইহাহারের শালমদী এলাকার লিয়াকত আলীর ছেলে সজীব (২৮), ফিরনাসাদী এলাকার আরব আলীর ছেলে হাজুয়েল (২৫), শালমনী এলাকার মোস্তফার ছেলে তাবাদল (২৫), হাসনাবাদ এলাকার লাল মিয়ার ছেলে আমজাদ (২৬), শীনিবাসদ এলাকার মৃত কদম আলীর ছেলে মমিন (২৬), ডেমরার বামৈল পশ্চিমপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে রাকিব (১৯)।
১৬ সেপ্টেম্বর মোঃ মাহাবুব, আহসান উল্লাহ ও মোঃ জাহিদুল করিমের কাছ থেকে মোটরসাইকেল মোবাইল ফোন, নগদ টাকা ও হাত ঘড়ি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঘটে। এর পর অভিযোগ দিলে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্য আসামি জুয়েলকে ০১ (এক) টি খেলনা পিস্তলসহ গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অপর আসামি সজিব লুণ্ঠিত মোটরসাইকেলসহ ডেমরা থানা এলাকায় অবস্থান করছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ডেমরা থানা পুলিশের সহায়তায় আসামি সজিবের বাসার গেইট খোলার জন্য অনুরোধ করলে তারা প্রথমে উচ্চস্বরে চিৎকার ও চেচামেচি করে। একপর্যায়ে আসামি মোঃ মিনহাজুল আবেদীন ফাহিম, মোঃ নাইমুর রহমান, হাসিবুল হাসান ও সজিব গেইট খুলে লোহার শাবল ও লাঠিসোঁটাসহ পুলিশের উপর অতর্কিত হামলা করে। উক্ত হামলায় তিনজন কনস্টেবল গুরুতর জখম হয় এবং মকবুল হোসেনের হাতে থাকা শর্টগানে আসামিরা লোহার শাবল দিয়ে বারি মেরে ভেঙ্গে ফেলে। পরবর্তীতে রফিকুল ইসলাম নিজের জান, সরকারী কাজে বাধা দান ও সরকারী সম্পত্তি রক্ষার জন্য তার নামে ইস্যুকৃত শর্টগান হতে ১ রাউন্ড গুলি করলে আসামি মোঃ মিনহাজুল আবেদীন ফাহিমের ডান পায়ের হাটুর উপরে লেগে গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তার অবস্থা স্বাভাবিক।
উক্ত ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ বাদী হয়ে ডেমরা থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে গুরুতর আহত পুলিশ সদস্যরা ঢাকা মেডিকেলসহ আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে।
আসামিদের কাছ থেকে ০১ টি TVS Styker ১২৫ সিসি মোটর মোটরসাইকেল, ০২ টি মোবাইল, ০২ টি হাত ঘড়ি, ০৪ টি রামদা, ০১ টি খেলনা পিস্তল এবং নগদ ৭ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।