ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা ও সুদের কারবারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড পরিচালনার অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে।
রোববার দুপুরে সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে স্থানীয় পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চায়েত কমিটির সদস্য জয়নাল আবেদীন প্রধান।
তিনি জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৫২) এলাকায় দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছে। উচ্চ হারে সুদ পরিশোধ করতে গিয়ে স্থানীয় বাদশাহ মিয়া, দুদু মিয়া, দেলোয়ার ও আব্দুর রবসহ প্রায় ২০টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছেন। বিগত সময়ে তার কাছ থেকে ঋন নিয়ে ঠিকমতো পরিশোধ করতে না পারায় অনেক পরিবারের সদস্যদের নানা ভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। টাকা পরিশোধ না করতে পারলেই বসত ভিটা রেজিষ্ট্রি করে নিয়ে বাড়িছাড়া করারও অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, গত এক বছর পূর্বে স্থানীয় আমির হোসেনের ছেলে শান্তর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা দায়ের করে অনৈতিক ভাবে তাদের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাও করেন জাকির হোসেন।
পঞ্চায়েত কমিটির আরেক সদস্য শাহজাহান মিয়া জানান, জাকিরের অপরাধ কর্মকান্ডে গ্রাম পঞ্চায়েত কমিটি একাধিকবার সর্তক করার পর উল্টো তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেওয়া হয়। তার অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি দাবী করেন। এব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
অভিযুক্ত জাকির হোসেনের সাথে যোগাযোগ করার হলে তিনি অভিযোগ অস্বীকার করেন বলেন, একটি চক্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ধর্ষণ চেষ্টা মামলা তুলে না নেওয়ায় তাকে অপবাদ দেওয়া হচ্ছে।

