
চার মাসের শিশু বাচ্চা উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরি যাওয়া চার মাসের শিশু বাচ্চাকে উদ্ধার করেছে র্যাব-১১। এঘটনায় দুই জনকে আটক করেছে র্যাব।
বুধবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অফিসার গোলাম মোর্শেদ।
এর আগে ফতুল্লার ইসদাইর রসুলপুর শাহী মসজিদ এলাকা থেকে আসামিদের আটক করে র্যাব।
আটককৃতরা হলেন- লালমনিরহাটের আজিদমারি থানার আসাদুল (৩৫) ও আসাদুলের স্ত্রী মাহমুদা (৩০).
মামলার বিবরণ সূত্রে জানা যায় যে, বাদীনী পশ্চিম মাসদাইর ফারিয়া গার্মেন্টসে চাকুরী করেন এবং তার স্বামী মিশুক চালান। প্রতিদিন তার বড় মেয়ে মরিয়ম (১০) ও ছোট মেয়ে মাসকুরা বিন তিশাকে (০৪ মাস) বাসায় একা রেখে দুইজনই কর্মস্থলে চলে যান। প্রতিদিন তার বড় মেয়ে সকাল অনুমান ১০টার সময় তার ছোট বোন তিশাকে দুধ পান করানোর জন্যে ফারিয়া গার্মেন্টেসে তার মায়ের কাছে নিয়ে আসে এবং তার মা বাচ্চাকে দুধ পান করানোর পর পুনরায় বাসায় নিয়ে যেত। গত ৭ মে সকাল অনুমান ৯ টার সময় বাদীনী এবং তার স্বামী বাচ্চাদের বাসায় রেখে কর্মস্থলে চলিয়া যান। বেলা অনুমান সাড়ে ১০টার সময় তার বড় মেয়ে মরিয়াম ফারিয়া গার্মেন্টেস এর সামনে এসে জোরে কান্নাকাটি করতে থাকে। বাদীনী তার বড় মেয়েকে কান্নাকাটি করতে দেখে অনুমতি নিয়ে গার্মেন্টস থেকে বের হয়ে মেয়ের কাছে গেলে মেয়ে মরিয়ম জানায় ছোট মেয়ে মাসকুরা বিন তিশাকে কোলে করে ফতুল্লা থানাধীন-পশ্চিম মাসদাইর বাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টেস রোড গাইবান্ধা টেইলার্স এর সামনে আসলে ২ জন অজ্ঞাত মহিলা ছোট বোনকে কিছু কাপড় কিনে দিবে বলে তাকে পলিথিন আনতে বলে। সরল বিশ্বাসে ছোট মেয়েকে ০১ জন মহিলার কোলে দিয়ে নিকটবর্তী দোকানে পলিথিন আনতে যায়। কিছুক্ষণ পরে তার বড় মেয়ে এসে দেখতে পায় যে, অজ্ঞাতনামা ০২ জন মহিলা তার ছোট বোনকে নিয়ে সেখানে থেকে চলে গেছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।