
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বাজারে বিভিন্ন জাতের আম, কাঁঠাল ও লিচু উঠতে শুরু করেছে। আগাম এসকল আম, লিচু ও কাঁঠাল স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ মে) শহরের কালীরবাজার ও ফলপট্টি এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি বছরের ন্যায় এবারো এ আগাম জাতের আম লিচু ইতোমধ্যেই বাজারে উঠছে। বিভিন্ন জাতের আম লিচু কেনাকাটা বেশি হচ্ছে। এসব দোকানে মূলত আগাম জাতের গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে। প্রতি কেজি ১৮০ টাকা থেকে ২’শ টাকা দরে বিক্রি হচ্ছে এ আম। এছাড়া বাজারে দেশি লিচু প্রতি শ ৩’শ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়াও বাজারে ছোট থেকে মাঝারি আকারের কাঠাল ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, বাজারে নতুন এসেছে আম ও লিচু। নতুন তেমন মিষ্টি না হলেও দাম চড়া। এ ফল কিনতে হচ্ছে ছেলে মেয়েদের জন্য।
বাজারে ফল কিনতে আসা আমজাদ হোসেন জানান, মেয়ের শ্বশুরবাড়িতে ফল পাঠাবো। তাই কিছুটা বেশি দামেই কিনছি। সামনে আমের সিজন শুরু হলে তখন হয়ত দাম অনেকটা কমে আসবে।
ফল ব্যবসায়ীরা জানান, এ নতুন ফল বাজারে এসেছে কয়েকদিন আগেই। দাম ও চাহিদা রয়েছে এলাকাভিত্তিক এবং অনেকেই নতুন ফল হিসেবে কেনাকাটাও করছে। মোকামে এ নতুন ফলের দাম বেশি থাকায় বাজারে দাম বেশি। এ কারণে সাধারণ মানুষ এ ফল কিনতে হিমশিম খাচ্ছে। অবশ্য প্রভাবশালীরা এ ফল কিনে নিচ্ছে হাসিমুখে।
স্থানীয় আড়তদাররা বলছেন, আগাম আম, লিচু নামতে শুরু করেছে। বিশেষ করে এখন রাজশাহী, নওগাঁ, নবাবগঞ্জ, নাটোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে এ আগাম জাতের আম, লিচু আসছে। চাহিদার তুলনায় এ সরবরাহ এখন অনেকটাই কম এবং বাগান মালিকরা আম লিচুর দাম ছাড়ছে না। এ কারণে বাজারে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবশ্য আম লিচুর পুরো মৌসুম শুরু হলে এ অবস্থা থাকবে না বলে তারা উল্লেখ করেন।