শুক্রবার, ১৬ মে ২০২৫

|

চৈত্র ৩১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রুপগঞ্জের হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড, যাবজ্জীবন ৮ জনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৪, ১৫ মে ২০২৫

আপডেট: ১৮:২৫, ১৫ মে ২০২৫

রুপগঞ্জের হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড, যাবজ্জীবন ৮ জনের

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ব্যবসায়ী নুরুল হক মোল্লা হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৮জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৫ মে) প্রথম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হকের আদালত এ রায় ঘোষণা করেন। এসময় মামলায় অভিযুক্ত আট আসামি আদালতে উপস্থিত ও দুইজন পলাতক  ছিলেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মিলন (৪৯) ও সজিব (৪১)। তারা আদালত উপস্থিত ছিলেন। 

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী। এদের মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, রূপগঞ্জের ব্যাবসায়ী হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদন্ড ও আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এদের মধ্যে দুইজন আসামি এখনও পলাতক অবস্থায় আছেন।