
ফাইল ছবি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার মুখ্য সংগঠক নুর এ আরাফাত আদর তার পদ থেকে পদত্যাগ করেছেন। গত ১৩ই মে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে আদর তার পদত্যাগ এর কারন জানান।
তিনি বলেন, বিপ্লবে ছিলাম একবার সিদ্ধান্ত নিয়েছিলাম বের হয়ে যাবো, এই সব থেকে পরে আমার পদত্যাগ এর কারনে সাংগঠনিক ঝামেলা হওয়ার কারনে মহানগর এর আহবায়ক এর সিদ্ধান্তে আমি আবার বহাল ছিলাম। কিন্তু আজ আমাকে পদত্যাগ পত্র দেক বা নে দেক আমি স্বেচ্ছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর এর মূখ্য সংগঠক এর পদ থেকে পদত্যাগ করছি। কোন ভুল হলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আদর এর পদত্যাগ এর পর নারায়ণগঞ্জ মহানগর এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম এর অগ্রগতি নিয়ে বিরুপ প্রভাব পরেছে।
অন্য কোন সংগঠন এ যাবে কিনা কিংবা প্রতিবাদ স্বরুপ এ পদত্যাগ কিনা তা জানা যায়নি। তবে জুলাই আন্দোলনে ফ্যাসিবাদবিরোধী আদর এর ভুমিকা সবার নজর কেরেছে।