
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের দেওভোগে সিটি পার্কের ভেতরে শাহাদাৎ (৩৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৪ মে) রাতে পার্কের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত শাহাদাৎ জিমখানা এলাকার গেসুর ছেলে।
জানা যায়, রাতে পার্কের ভেতরে বেশ কয়েকজন যুবকের মাদক নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হয়। ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হন শাহাদাৎ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাদক সেবন ও ব্যাবসা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে ছুরিকাঘাতে শাহাদাৎ আহত হয়। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে৷ মরদেহটি হাসপাতালেই আছে, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।