
৩১ দফা দাবীতে আয়োজিত সমাবেশ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল বলেছেন, আওয়ামী লীগ সরকার কানাডার হাইকোর্ট ও আমেরিকার হাইকোর্টকে বলেছিল বিএনপিকে নিষিদ্ধ করতে। কুখ্যাত যুবলীগের নেতারা নির্বাচন কমিশনে গিয়ে বলেছিল বিএনপিকে নিষিদ্ধ করতে। তারা আবেদনও করেছিল। আজ তারাই নিষিদ্ধ হয়ে গেছে।
বুধবার (১৪ মে) রূপগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবীতে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সংস্কারের কথা আমাদের নেতা তারেক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার আসারও দেড় বছর আগে। ৩১ দফায় সব আছে। আজকের আমাদের জনসভা ৩১ দফাকে প্রতিটি ঘরে, হাট বাজারে পৌঁছে দেয়া। আমরা নারীদের কাছে গিয়ে বলবো ৩১ দফায় তাদের জন্য কী আছে, কৃষকদের বলবো তাদের জন্য কী আছে৷ এটাই আমাদের কাজ হবে।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যত ভাল কাজ রয়েছে সবই বিএনপি করেছে। অন্য সরকারগুলো মুখে বলেছে এটা করবে ওটা করবো। কিন্তু বাস্তবে তারা শুধু লুটপাট করেছে।