শুক্রবার, ১৬ মে ২০২৫

|

চৈত্র ৩১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছাত্রদল নেতা হত্যা, নারায়ণগঞ্জে প্রতিবাদ নেই ছাত্রদলের! 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৬, ১৫ মে ২০২৫

ছাত্রদল নেতা হত্যা, নারায়ণগঞ্জে প্রতিবাদ নেই ছাত্রদলের! 

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ‘শাহরিয়ার আলম সাম্য’ হত্যার ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা।

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলতো দূরের কথা কোন সংবাদ বিজ্ঞপ্তিতেও প্রতিবাদ জানায়নি নারায়ণগঞ্জ জেলা কিংবা মহানগর ছাত্রদলের নেতারা। এতে দলটির তৃণমূল নেতাকর্মীরা বেশ ক্ষুব্ধ হয়েছেন।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অদূরে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। এঘটনার পর রাতেই দেশের বিভিন্ন স্থানে রাজপথে নেমে আসেন ছাত্রদল নেতারা৷ রাতভর এ বিক্ষোভ চলে। বুধবার দিনব্যাপী জেলা শহরগুলোতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

দেশব্যাপী আন্দোলন চললেও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল ছিল ব্যাতিক্রম অবস্থানে। অথচ বিগত সময়ে ছাত্রদলের জেলা কিংবা মহানগরের কমিটি ঘোষণার আওয়াজ উঠলে রাজপথে জোরালো অবস্থান জানান দেন সংগঠনটির পদপ্রত্যাশীরা। নিজ নিজ অনুসারীদের নিয়ে বড় বড় শোডাউন করেছেন ছাত্রদলের এসকল পদপ্রত্যাশী নেতারা।

বর্তমানে জেলা ও মহানগর ছাত্রদলের মূল কমিটিসহ সকল ইউনিট কমিটি গত বছরের ১৭ সেপ্টেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই নারায়ণগঞ্জে ঝিমিয়ে পড়েছে ছাত্রদলের কার্যক্রম।  সাম্প্রতিক সময়ে একাধিকবার জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি পুনর্গঠনের গুঞ্জন উঠলেও এখনও কমিটি ঘোষণা করা হয়নি।