শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ভূমিকম্পে গার্মেন্টস শ্রমিক আহত, ছুটি ঘোষণা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৯, ২১ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে ভূমিকম্পে গার্মেন্টস শ্রমিক আহত, ছুটি ঘোষণা 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ভূমিকম্পে স্কয়ার গার্মেন্টসে অন্তত তিনজন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার পরে গার্মেন্টসটিতে আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। 

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। 

নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্ট) সেলিম বাদশা জানান, ভূমিকম্পের সময় কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন। আজকে শুক্রবার হওয়ায় গার্মেন্টসটির মাত্র কয়েকটি ইউনিটেই শ্রমিকেরা কাজ করছিল। পরবর্তীতে কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেছে।