ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা খেয়া ঘাট থেকে অপহরণের তিন দিন পর মেঘনা নদীতে লাশ উদ্ধারের পর খাগকান্দা ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার রাতে পুলিশ এই কর্মকর্তাকে নারায়ণগঞ্জ নৌ পুলিশ লাইনে সংযুক্ত করেছে। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলায় প্রাথমিক প্রমাণ মিলেছে।
এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপারের দায়িত্বপ্রাপ্ত নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে হৃদয়সহ ৪-৫ জন যাত্রী ট্রলার ভাড়া নিয়ে সোনাগাঁও উপজেলার বৈদ্যোর বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত ৯টার দিকে তার বড় ভাই সাদ্দাম হোসেনের মুঠোফোনে ওপার প্রান্ত থেকে জানানো হয় আরিফকে অপহরণ করা হয়েছে। দেড় লাখ টাকা মুক্তিপণ দিলে তাকে ও তার ট্রলারটি ফেরত দেয়া হবে। বিষয়টি আত্মীয়স্বজনকে জানানো হলে প্রথমে খাগকান্দা নৌ ফাঁড়িকে অবগত করা হয়। ওই রাতেই পুলিশ হৃদয়কে আটক করে খাগকান্দা নৌ ফাঁড়ি পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়ার কথা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে।
এলাকাবাসীর তোপের মুখে নৌ ফাঁড়ি পুলিশ হৃদয়কে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার নিহতের বড় ভাই ছাদ্দাম হোসেন আড়াইহাজার থানায় আরিফের বন্ধু হৃদয়ের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
আরিফের বড় ভাই ছাদ্দাম হোসেন সরকার জানান, তার ফোনে শুক্রবার সকালে ও বিকেলে তার কাছ থেকে ভিন্ন নাম্বার থেকে ফোন আসে। আরিফের মুক্তিপণ বাবদ প্রথমে দেড় লাখ টাকা দাবী করে অপহরণকারীরা। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না। পরবর্তীতে অপহরণকারীরা তার ভাতিজা মারফত আলী ফোনে মুক্তিপণ বাবদ সর্বশেষ চল্লিশ হাজার টাকা দাবী করে। তারা চল্লিশ হাজার টাকা জোগাড় করে অপহরণকারীদের ফোনে লোকেশনের অপেক্ষায় ছিলেন।
শনিবার বিকেলে খবর আসে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার রায়পুরা এলাকায় একটি লাশ পাওয়া গেছে। চালিভাঙ্গা নৌ পুলিশের সহযোগিতায় তারা আরিফের লাশ শনাক্ত করেন।
আরিফুল ইসলামের অপহরণের হত্যার ঘটনায় খুনীদের শাস্তির দাবী ও নৌ ফাঁড়ি ইনচার্জ জয়নাল আবেদীর বিরুদ্ধে উদ্ধার অভিযানে গাফিলতির অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নালকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

