
রাজউকের অভিযান
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমারত আইন লঙ্ঘন করে নির্মাণাধীন সাতটি ভবনে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত স্থাপনা ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একইসঙ্গে ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ সহ একটি ভবনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৮ মে) দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে ফতুল্লার ইসদাইর, মাসদাইর ও জামতলা মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় রাজউকের অনুমোদিত নকশাবিহীন ও নকশার ব্যত্তয় ঘটিয়ে নির্মাণ কাজ করায় কয়েকটি বহুতল ভবনসহ সাতটি নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে ভবনগুলোর নকশা বহির্ভূত বর্ধিত স্থাপনা ভেঙ্গে অপসারণ সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করে রাজউক কর্তৃপক্ষ।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান বলেন, আজকে আমরা তিনটি এলাকায় সাতটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে বেশ কয়েকটি বহুতল ভবন রয়েছে। ভবনগুলোর নির্মাণ কাজে রাজউকের নকশা ছাড়া ও নকশার ব্যত্তয় ঘটানোসহ বেশ কিছু অনিয়ম আমাদের কাছে ধরা পড়েছে। তাই আমরা আপাতত ভবনগুলোর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। এছাড়া নকশা বহির্ভূত স্থাপনা অপসারণ সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করেছি। একটি ভবন মালিককে পঞ্চাশ হাজার টাকাও জরিমানা করেছি।
অনুমোদন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান।