রোববার, ০৩ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত লিটন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৬, ২৭ জুলাই ২০২৫

বন্দরে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত লিটন গ্রেপ্তার

প্রতীকী ছবি

বন্দরে লিটন (২৮) নামে এক আন্তঃজেলা সংঘবদ্ধ চোর ডাকাত চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) ভোরে এলাকাবাসীর সহায়তায় বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চোর লিটন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকার জাহের আলী ছেলে।  তার বিরুদ্ধে ব্যাটারী চালিত অটো, অটোরিকশা ব্যাটারী চুরি, বাসাবাড়ি ও মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার গভীর  রাতে বন্দর ও সোনারগাঁও উপজেলার সীমান্তবর্তী  বিষ্ণপুরা এলাকার হানিফ মিয়ার অটো গ্যারেজ থেকে  ১০টি  ব্যাটারী চুরি করে  প্রাইভেটকার তুলছিল। ওই সময় প্রাইভেটকার সহ তিন চোরকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরবর্তীতে রাজনৈতিক দলের নেতাদের ইশারায় চুরি  ও ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেকার ও  কাগজপত্র রেখে লিটন, স্বপন ও জাহিদ নামে তিন চোর পালিয়ে যায়।  পরে  লিটনকে ধাওয়া করে  হালুয়াপাড়া এলাকা থেকে  আটক করে  পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ  ইন্সপেক্টর মো. শাহাদাৎ হোসেন জানান, লিটন, আন্তঃজেলা সংঘবদ্ধ চোর ডাকাত দলের  সক্রিয়  সদস্য। সে রেন্ট এ কার চালকের আড়ালে  প্রাইভেটকারের নাম্বার প্লেট খুলে নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে লিটন । তার বিরুদ্ধে ব্যাটারী চালিত অটো চুরি, অটোরিকশা ব্যাটারী চুরি , বাসাবাড়িতে চুরি ডাকাতি ও  মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত লিটনকে একটি মোটরসাইকেল চুরির মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।