মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ৩১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন 

মানববন্ধন

নারায়ণগঞ্জে মব সন্ত্রাস, মাজার খানকাশ হামলা বন্ধ ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এসময় বক্তারা দেশব্যাপী মব সন্ত্রাস ও মাজার খানকায় হামলার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারকল কঠোর হওয়ার আহ্বান জানান তারা৷ পাশাপাশি বন্দরে লীদেয়ার পাঁয়তারার প্রতিবাদ জানান তারা।

এছাড়াও দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে ঘোষিত সময়ের মধ্যে সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবী জানান তারা।