
ফাইল ছবি
নারায়ণগঞ্জে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর শিপলু নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাবুরাইল বৌ বাজার এলাকায় পলাশ নামের এক ব্যাক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু (৩৫), মোহিনী আক্তার মীম (২৫) ও আফরান (৪)।
জানা যায়, বিকেলে স্থানীয়রা ও শিপলুর আত্মীয় স্বজন পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শিপলুর লাশটি দেখতে পায় পুলিশ। এসময় অপর রুম থেকে শিপলুর স্ত্রী মীম ও তাদের চার বছরের ছেলে আফরানের মৃতদেহ উদ্ধার করা হয়।
বাবুরাইল এলাকার রংধনু সমিতি নামের একটি সমিতির ম্যানেজার ছিলেন শিপলু। ২০২১ সালে সমিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। সমিতির টাকার বেশ কিছু লেনদের বকেয়া ছিল শিপলুর। সমিতির গ্রাহকেরা প্রায়ই টাকা পরিশোধের জন্য শিপলুকে চাপ দিত। এই চাপ সইতে না পেরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, স্ত্রী ও সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর শিপলু নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আর্থিক সমস্যার কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।