সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফেসবুক পোস্টে সাবেক এমপি বাবুর হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফেসবুক পোস্টে সাবেক এমপি বাবুর হুঁশিয়ারি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নজরুল ইসলাম বাবুর এক ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি লেখেন, নৌকা তীরের খুব সন্নিকটে। তার এই সংক্ষিপ্ত স্ট্যাটাস ঘিরে মুহূর্তের মধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে তুমুল সমালোচনার জন্ম হয়।

স্থানীয়দের মতে, বাবুর এই পোস্ট আসন্ন রাজনৈতিক পরিস্থিতি কিংবা আগামী নির্বাচনের ইঙ্গিত বহন করতে পারে। আবার কেউ কেউ এটিকে দলের ভেতরকার অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন হিসেবেও দেখছেন।

ফেসবুকে পোস্টটি দেওয়ার পরই রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত নানা মন্তব্য করতে শুরু করেন। কেউ একে রাজনৈতিক সংকেত বলে উল্লেখ করছেন, আবার কেউ বলছেন এটি বাবুর সতর্কবার্তা।

এ বিষয়ে নজরুল ইসলাম বাবুর সরাসরি কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তবে দলীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে আসনটি নিয়ে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে নানা সমীকরণ চলছে। ফলে সাবেক এমপির এমন পোস্টকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে প্রতীকী বার্তা অনেক সময় বড় ঘটনার পূর্বাভাস হয়ে ওঠে। বাবুর এই মন্তব্য স্থানীয় এবং কেন্দ্রীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।