
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীর ফকির লিমিটেড থেকে অফিস শেষে বাসায় যাওয়ার সময়, রিকশায় উঠতে গেলে পিছন থেকে একদল তাকে ধরে গলিতে নিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তিনি তাদের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে অফিসের সামনে পৌঁছালে, সহকর্মীরা তাকে উদ্ধার করে।
দুর্বৃত্ত হামলার শিকার নাহিদ হাসান বলেন, অফিস থেকে বের হয়ে রিকশায় উঠার সময় পিছন থেকে একজন আমার শার্ট টেনে ধরে। তাদের সঙ্গে কথার অমিল হলে তারা বলে, তুই তো সরকার পতন আন্দোলনে ছিলে একবার তোকে ধরে নিয়ে পিটিয়েছে। এরপর সাত-আট জন আমাকে ধরে এক গলিতে নিয়ে লাঠি, রড ও পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। আমাকে এমনভাবে মারতে থাকে আমি তিনবার জ্ঞান হারাই, তবুও তারা থামেনি।
তিনি জানান, এক পর্যায়ে তারা আমার মানিব্যাগ কেড়ে নেয়। মানিব্যাগে সিনিয়র নেতাকর্মীদের ভিজিটিং কার্ড দেখে তারা বলে, নুরা পাগলার দলের লোক তুই। এরপর আমাকে বাঁচাতে চাইলে পাঁচ লাখ টাকা দিতে হবে বলেও হুমকি দেয়। এরা পরিকল্পিতভাবে আমাকে মেরে ফেলতে চেয়েছিল এবং নিয়মিতই আমার অফিসের সামনে এরা ছিনতাই ও চাঁদাবাজি করে।
নাহিদ আরও জানান, এক সময় তারা আমাকে ফেলে সাইডে চা খেতে গেলে আমি পালানোর চেষ্টা করি। দৌড়ে অফিসের সামনে এসে পড়লে স্থানীয় লোকজন আমাকে ধরে। দুর্বৃত্তরা আমাকে ছিনতাইকারী হিসেবে চিহ্নিত করতে চাইলেও আমার অফিসের সহকর্মীদের সহযোগিতায় আমি বেঁচে যাই। যদিও স্থানীয়রা কয়েকজনকে ধরে রাখলেও শেষ পর্যন্ত চর থাপ্পড় দিয়ে ছেড়ে দেয়।