সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ফাইল ছবি

অপরাধী ও মাদক ব্যবসায়ীরা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমন বার্তা এসেছে নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা থেকে। 

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়েই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। 

একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমীনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনায় উঠে আসে চাঞ্চল্যকর মামলা চিহ্নিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, নৌপথের নিরাপত্তা ও যানজট নিরসনসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু। 

জেলা প্রশাসক বলেন, শুধুমাত্র প্রশাসনের একার পক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নারায়ণগঞ্জকে এমআরটি লাইনের সঙ্গে যুক্ত করতে শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা সমন্বিত রাখতে যে যত বড় প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আমি কোনো রকম ছাড় দেব না। এটাই আমার বার্তা।

তিনি আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে বলেন, উৎসবকে আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য পুলিশ বাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীও মাঠে থাকবে। পূজামণ্ডপে সাদা পোশাকে পুলিশি টহল চলবে এবং কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যতদিন নারায়ণগঞ্জে আছি, আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালাব।

সভায় উপস্থিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, মাদক ও কিশোরগ্যাং নিয়ন্ত্রনে পাড়া মহল্লার প্রতিটি পঞ্চায়েত কমিটিকে সম্পৃক্ত করা একান্ত প্রয়োজন। মাদক ব্যবসায়ীরা এখন আমাদের চাইতে অনেক আধনিক প্রযুক্তি ব্যবহার করছে। তারা সিসি ক্যামেরা লাগিয়ে ৫০০ থেকে ৬০০ গজ দুর থেকেই প্রশাসনের আনাগোনা দেখে ফেলে। যার ফলশ্রুতিতে অভিযানগুলো সফলতা পাচ্ছে না।

অন্যদিকে সভায় উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থানও কঠোর। 

অ্যাডভোকেট টিপু বলেন, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও যানজটমুক্ত করতে বিএনপি আছে, থাকবে। যদি আমাদের দলের কেউ এসবের সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

সভায় মাদক নিয়ন্ত্রণে মহল্লার পঞ্চায়েত কমিটির সক্রিয় ভূমিকা রাখার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে “গ্রিন আমব্রেলা” কর্মসূচির আওতায় চালক ও সহকারীদের প্রশিক্ষণ ও ইউনিফর্ম বিতরণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।