
মতবিনিময় সভা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ২২ তারিখে আমরা উঠান বৈঠক করেছিলাম মহিলাদের নিয়ে। সেটি জনসমাবেশে পরিনত হয়েছিল। তাদের দাবী ছিল পানির সমস্যার সমাধান। আরেকটি দাবী ছিল এ জায়গার ফ্যাক্টরিতে অনেক বাইরের মানুষ চাকরি করছে। আমাদের লোকজন যদি এখানে দিন এনে দিন খাওয়ার চাকরিও যদি না পায় তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু নেই।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রূপগঞ্জের তারাব পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা ফ্যাক্টরি মালিকদের দাবী জানাই আপনারা যোগ্যতা অনুযায়ী চাকরি দিন। তারপরেও যদি কেউ কোন অপরাধ করে প্রয়োজনে আমরা তার বিচার করে শাস্তির আওতায় আনবো। তবুও তাদের চাকরির ব্যাবস্থা করে দিন।
তিনি আরও বলেন, ঢাকার একেবারে কাছে তারাব পৌরসভা। এটি একটি এ গ্রেডের পৌরসভা। এই এলাকায় এতবছরেও এ জায়গাটির উন্নয়ন হয়নি। আমাদের কষ্ট লাগে। এখানে এখনও পানি, ড্রেন ও রাস্তাঘাটের সমস্যা আছে। তবে আমাদের ইউএনও গত ১৭ বছরের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন।
তিনি বলেন, এখানে গ্যাসের সমস্যা রয়েছে। বিগত সময়ে অনেকেই কষ্ট করে টাকা দিয়ে গ্যাস নিয়েছে। তারা তবুও কানেকশন দেয়নি। আমার মা বোনেরা কোন অন্যায় করেনি। এ লাইনগুলো বৈধ না করা হলে এর দায় আমার মা বোনেরা নিবে না। এর বোঝা যেন তাদের মাথায় না আসে এটা আপনারা একটু দেখবেন।