বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৮, ২০ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন 

মানববন্ধন

নারায়ণগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবীতে মানববন্ধন করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।

বুধবার (২০ আগষ্ট) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এসময় তারা জানান, ১৯৯৭ সালে ৫ম পে স্কেলে ৫টি পদের মধ্যে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটিবাদে বাকি ৪ পদকে প্রথম শ্রেণির গেজেটেড মর্যাদা দেয়া হয়। সেসময় সবগুলো পদে একই নিয়োগ যোগ্যতা থাকলেও সহকারী শিক্ষক পদটিকে দ্বিতীয় শ্রেণির নন গেজেটেড মর্যাদা দেয়া হয়। 

আন্দোলনরত শিক্ষকের আরও জানান, সহকারী শিক্ষক পদটি চরম বৈষম্যের শিকার। এই পদটিকে গেজেটেড মর্যাদা ও এন্ট্রিপদে ৯ম গ্রেডে বাস্তবায়নের দাবী জানাচ্ছি।