
ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানকে ঘিরে আবারও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। সম্প্রতি তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়ে লিখেছেন, আমি বাংলাদেশে ফেরার আগে এই কার্যালয় আবার সাজানোর ব্যবস্থা নিচ্ছি ইনশাআল্লাহ।
শামীম ওসমান এই বক্তব্যের সাথে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের একটি ছবি সংযুক্ত করেন। আর এই একটি পোস্ট ঘিরেই শুরু হয়েছে নানা গুঞ্জন ও জল্পনা। রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন, এটি আসন্ন রাজনৈতিক সমীকরণ ও ভবিষ্যৎ নির্বাচনের ইঙ্গিতবাহী বার্তা।
স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শামীম ওসমানের এই পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, তিনি সরাসরি আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে নিজের অবস্থান জানান দিচ্ছেন। কেউ কেউ বলছেন, এই পোস্ট তার শক্ত অবস্থান পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা।
নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমান বহুদিন ধরেই আলোচিত-সমালোচিত নাম। তাৎকালীণ ক্ষমতাসীন দলের রাজনীতিতে তার অবস্থান সবসময়ই বিতর্কিত হলেও অস্বীকার করার উপায় নেই যে তিনি এলাকায় এখনও বড় একটি ফ্যাক্টর। তার সাম্প্রতিক এই ফেসবুক পোস্টে বোঝা যাচ্ছে, তিনি এখনও রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে চান এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে আবারও সক্রিয় হচ্ছেন।
একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হওয়া এই বিতর্ক নিছক কাগুজে হুংকার নাকি সত্যিই আসন্ন রাজনৈতিক টালমাটালের পূর্বাভাস এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নারায়ণগঞ্জ থেকে কেন্দ্রীয় রাজনীতি পর্যন্ত। ইতোমধ্যে তার নেতাকর্মীরা পোস্টার লাগানো, মিছিল করার মত কার্যক্রম করে দলে শক্ত অবস্থান নিশ্চিত করেছেন।