মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ধর্ম যার যার বাংলাদেশ সবার : আজাদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ধর্ম যার যার বাংলাদেশ সবার : আজাদ

নজরুল ইসলাম আজাদ

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমরা সবসময় চেষ্টা করি ধর্মীয় উৎসবগুলো যেন সুন্দরভাবে এবং উৎসবমুখর পরিবেশে পালন করা যায়। অনেকেই বলেছেন বিদ্যুতের পাশাপাশি যেন জেনারেটরের ব্যবস্থা করা হয়। ঝড়-বৃষ্টির মত পরিস্থিতিতে সকল মণ্ডপের জন্য আলাদা করে জেনারেটরের ব্যবস্থা আমরা নিশ্চিত করবো।

সোমবার (১৫ সেপ্টেম্বর) হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এসময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম আজাদ আরও বলেন,আমাদের জননেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা সেই আদর্শ ও নীতিতে বিশ্বাসী। তাই আমরা সবসময় আপনাদের পাশে থেকেছি, এখন আছি এবং সবসময় থাকব।