বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৮, ৫ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া বকুলতলা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি, মাদক সেবন ও নানা অপরাধ মুলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বুধবার সন্ধ্যায় এক আইন শৃঙ্খলা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদকসেবী ও সন্ত্রাসীদের প্রতিহত করতে সভায় এলাকাবাসীর সমন্বয়ে এক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি গঠন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। 

অনুষ্ঠানে ডাঃ মোঃ ওবায়দুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার (সোনারগাঁ) আল আমিন তুষার, সমাজসেবক আবু সাঈদ, সাংবাদিক আবু বক্কর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- তপন কুমার দত্ত, ডাঃ তন্বী দত্ত, ডাঃ এডভোকেট মানছুরা প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ঋষিপাড়া বকুলতলা এলাকায় অপরাধীদের অভয় অরণ্য হিসেবে পরিনত হয়েছে। স্থানীয় ও বহিরাগত একাধিক সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত মাদক সেবন, মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।