বুধবার, ১২ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্ত্রীর সঙ্গে ‘অভিমান’ করে স্বামীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৭, ১২ নভেম্বর ২০২৫

স্ত্রীর সঙ্গে ‘অভিমান’ করে স্বামীর আত্মহত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর সঙ্গে অভিমান করে জাবেদ হোসেন (৪৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে বুধবার (১২ নভেম্বর) সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জাবেদ হোসেন দেলপাড়া চেয়ারম্যান বাড়ি টেম্পো স্ট্যান্ড এলাকায় ডা. ফরিদ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ওই এলাকার প্রয়াত জহির বক্সের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা জানায় পারিবারিক কলহের কারণে জাবেদ আত্মহত্যা করতে পারে। প্রায় সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতো মঙ্গলবার রাতের যেকোনো একসময় তিনি নিজ কক্ষের সিলিং ফ্যানে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন। ঘটনার সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং তার স্ত্রী তখন বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

মৃতের পাশের রুমের ভাড়াটিয়া জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে ফতুল্লা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বুধবার সকালে ফতুল্লা থানার উপ-পরিদর্শক আশীষ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।