ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এলপি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানাধীন পিরোজপুর এলাকার বরইতলা নামক স্থানে ঢাকা অভিমুখী চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. সামরুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।
চেকপোস্টে কুমিল্লা দিক থেকে আসা বিআরটিসি বাস থামানোর জন্য পুলিশ সংকেত দিলে বাসটি থামে। এ সময় বাস থেকে নেমে লাল রঙের একটি পদ্মা এলপিজি ১২ কেজি গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে এক যুবক। পুলিশের সন্দেহ হলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
আটক ব্যক্তির পরিচয় জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম মাছুম (২০)। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন মিরপুর ইউনিয়নের বুগলী গ্রামের বাসিন্দা। পিতার নাম মৃত শাহিন এবং মাতার নাম ফাহিমা।
পরে তার হাতে থাকা গ্যাস সিলিন্ডারটি তল্লাশি করে ভেতরে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষিত তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

