শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ব্যবসায়ী বাণিজ্যিক পরিবেশ সফলতার সঙ্গে ধরে রেখেছে : বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৪০, ২৩ নভেম্বর ২০২২

ব্যবসায়ী বাণিজ্যিক পরিবেশ সফলতার সঙ্গে ধরে রেখেছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অর্থনীতি স্থবিরের মুখে। দেশের বাণিজ্যেও সংকট তৈরী হয়েছে। আর এ মুহুর্তে যে সকল ব্যবসায়ী বাণিজ্যিক পরিবেশ সফলতার সঙ্গে ধরে রেখেছেন আর তারা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহর বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে “জাতীয় রপ্তানি ট্রফি-২০১৮-২০১৯” প্রদান  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, ব্যবসায়ীদের সহযোগিতা পেলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারবো। 

বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচীব তপন কান্তি ঘোষ। এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন, ফারদিন এক্সেসরিস কোম্পানির চেয়ারম্যান মোঃ ওমর ফারুক প্রমুখ।  

এ সময় ২৯ টি খাতে ৭১টি প্রতিষ্ঠানের হাতে ২৯টি স্বর্ণ, ২৪টি রৌপ্য, ১৮টি ব্রোঞ্জ পদক তুলে দেন বাণিজ্য মন্ত্রী ও অতিথিরা।