
ফাইল ছবি
বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু বলেছেন, আমরা ভাল নেই। সকালে খেয়ে দুপরে খাইতে পারি না। দুপুরে খাইলে রাতে খাইতে পারি না। সবখানে আগুন দিয়েছে। চাল-ডাল-তেলের দামে আগুন, সবজির দামে আগুন। এ সরকারের এতই ক্ষমতা তারা পানির মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। নদীমাতৃক দেশে ১৪ বার পানির দাম বাড়িয়েছে।
শনিবার (১৮ মার্চ) বিকেলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের খানপুর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, এই সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ২০২২ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী এক বছরে এ সরকার ১০ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। ভারতের রাজীব গান্ধী সেতু পাঁচ কিলোমিটার বানিয়েছে দুই কোটি টাকা আর এ সরকার পদ্মা সেতু বানিয়েছে ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে। মেগা প্রকল্প বানায় মেগা দুর্নীতি করার জন্য।
তিনি আরো বলেন, লন্ডনে তারা টাকা নিয়ে হাউজিং করে। এগুলো করার জন্য বাংলাদেশে তারা মেগা প্রজেক্ট করে আর সেখানে তাদের পরিবারেরা রাজার জীবন যাপন করে।