
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়নগঞ্জ মহানগর সাবেক সভাপতি ও বিএনপি নেতা কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
সোমবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান তিনি।
এসময় খোরশেদ বলেন, জাহাঙ্গীরের মত পাতি নেতার মুখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলা মানায় না। জাহাঙ্গীরের বক্তব্য অশালীন। জাহাঙ্গীর খালেদা জিয়ার সাহসীকতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার দেশপ্রেম ও ত্যাগকে কটাক্ষ করে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অবমাননা করছেন।