
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দরে আছড়ে নিজ সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ জুন) বন্দরের চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আলী( ৪)। সে বন্দরের চৌরাপাড়া এলাকার তানজিল মিয়ার ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের চৌরাপাড়া এলাকার তানজিল মিয়ার মোহাম্মদ ছেলে আলী (৪) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। বের হতে দেরি হওয়ায় তানজিল ছেলে আলীকে বাথরুম থেকে বের করে সজোরে আছাড় দেন। এতে আহত হয় আলী। পরে হাসপাতালে নেয়া হলে মারা যায় আলী। মরদেহ এলাকায় না এনে ফতুল্লার একটি কবরস্থানে গোপনে দাফন করা হয় বলে এলাকাবাসী জানান।
মোহাম্মদ আলীর বাবা তানজিল মাদকাসক্ত বলে প্রতিবেশীরা জানান।
মোহাম্মদ আলীর নানা নূর আলম জানান, আলী সিড়ি থেকে পড়ে মাথায় আঘাত পায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলী।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি।