শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ বিএনপি ঢাকায় হাজিরা শেষেই বাড়ি ফেরে! ক্ষোভ কেন্দ্রের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৯:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ বিএনপি ঢাকায় হাজিরা শেষেই বাড়ি ফেরে! ক্ষোভ কেন্দ্রের

ঢাকায় নারায়ণগঞ্জের বিএনপি নেতারা

সরকার পতনের একদফা আন্দোলনে আছে বিএনপি। নিয়মিত রাজপথের একের পর এক কর্মসূচী ঢাকায় পালন করে আসছে দলটি। আন্দোলন সংগ্রামের সূতিকাগার নারায়ণগঞ্জ সব সময়ে ঢাকায় আন্দোলনে জোরাল ভূমিকা পালন করে থাকে। এবারো সেই ভূমিকা পালন করবে মনে করে নারায়ণগঞ্জকে বিএনপি বার বার গুরুত্ব দিলেও নারায়ণগঞ্জের নেতারা সেভাবে বিষয়টি আমলে নিচ্ছেন না।

জানা যায়, দলের নেতাকর্মীরা ঢাকায় সমাবেশ কিংবা পদযাত্রা বা অন্যান্য কর্মসূচীতে কেন্দ্রের নির্দেশ পেলে হাজির হন। জেলা বিএনপি ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মী বিশাল বিশাল মিছিল নিয়ে ঢাকায় বিএনপির কর্মসূচীতে যোগ দেয়। তবে সেখানে কর্মসূচীতে থাকেন না নেতাকর্মীরা। নিজেদের ব্যানার ফেস্টুন নিয়ে শোডাউন শেষ করেই বাড়ি ফেরেন নারায়ণগঞ্জের বিভিন্ন বলয়ের নেতাকর্মীরা।

দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, বিগত কয়েকটি কর্মসূচী ও সর্বশেষ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে নারায়ণগঞ্জ থেকে ৩০ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত হন। এর মাঝে সোনারগাঁ, রূপগঞ্জ ও ফতুল্লার নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশি। তবে নেতাকর্মীরা উপস্থিত হলে নিজ নিজ বলয়ের নেতৃত্ব দেয়া নেতাদের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নেতাকে সামনে নিয়ে মিছিল করে দলের কর্মসূচীতে যোগ দেন। এরপর ঘটে বিপত্তি। ধীরে ধীরে নেতারা দেখেন কর্মীরা ফিরে যাচ্ছেন। এক পর্যায়ে কর্মী কমতে থাকলে নেতারাও ফিরে আসেন। এতে কর্মসূচী প্রধান অতিথির বক্তব্যের অনেক আগেই সমাবেশস্থল নারায়ণগঞ্জের নেতাকর্মী শূন্য হয়। 

১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা বিএনপি, মহানগর বিএনপি কিংবা দলের অঙ্গ সহযোগী সংগঠনের কাউকে র‍্যালি শেষে দেখা যায়নি। সমাবেশ শেষে যখন সবাই ফেরার জন্য বিদায় নিচ্ছিল তখন মাইকে ধন্যবাদ জানাতে দাঁড়ানো নেতা নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে ছাড়া কাউকে খুঁজে পাননি। তাকে লক্ষ্য করে মাইকে বলে হয় নারায়ণগঞ্জ জেলা যুবদলকে ধন্যবাদ। এসময় নারায়ণগঞ্জ বিএনপির অন্য কোন নেতা বা তাদের অনুসারিদের দেখা মেলেনি।

এদিকে এহেন কর্মকান্ডে র‍্যালির পর বিষয়টি নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় একাধিক নেতার মধ্যে। তারা এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নজরে আনা প্রয়োজন বলেও মন্তব্য করেন।