বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

|

আশ্বিন ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে যুবদলের কমিটিতে উচ্ছ্বাস নেই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৪, ১ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে যুবদলের কমিটিতে উচ্ছ্বাস নেই

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি হলেও এতে উচ্ছ্বাস দেখা যায়নি দলের নেতাকর্মীরা মাঝে। জেলা যুবদলের কমিটি দুভাগে বিভক্ত হলেও মহানগর বিএনপি এক রয়েছে। তবে মহানগর বিএনপি পদবঞ্চিত নেতাকর্মীদের ভয়ে শহরে সেখানে উচ্ছ্বাস বা আনন্দ মিছিল করতে পারেনি তারাও।

জানা যায়, সম্প্রতি ঘোষিত জেলা যুবদলের কমিটির আহ্বায়ক সাদেকুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব একসাথে কাজ করছেন। তারা দুজন পদ পাওয়ায় তাদের কিছু অনুসারির ফেসবুকে উচ্ছ্বাস ছাড়া দলের কোন ইউনিট কিংবা তৃণমূলের নেতাকর্মীদের উচ্ছ্বাস চোখে পড়েনি। এর মধ্যে কোন আনন্দ মিছিল কিংবা মিষ্টি বিতরণও হয়নি কমিটি নিয়ে। 

দলের নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জেলা যুবদলের দেখভাল করছেন সদস্য সচিব মশিউর রহমান রনি। তিনি দলের সকল ইউনিটকে একত্রিত করে কোন গ্রুপিং না করে সবাইকে নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন। এর মধ্যে হটাৎ তাকে আহ্বায়ক না করে অন্য দুজকে তার উপরে পদায়নে নাখোশ দলের নেতাকর্মীরা। এতে করে উচ্ছ্বাস ছিলনা নেতাকর্মীদের মাঝে।

অপরদিকে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ কমিটি পাবার পর রয়েছেন বিদ্রোহী ও পদবঞ্চিতদের আতংকে। তাদের ভয়ে রাজপথে কোন আনন্দ মিছিল কিংবা মিষ্টি বিতরণের কার্যক্রম দেখা যায়নি তাদের মধ্যে। সেভাবে কোন ইউনিটের নেতারা ফেসবুকেও উচ্ছ্বাস প্রকাশ করেননি। অপরদিকে বিদ্রোহী ও পদবঞ্চিতদের ভয়ে থাকা নেতাদের বার বার নানাভাবে আরো দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন তারা।

সর্বশেষ দলের মুখে কালো কাপড় বেধে কর্মসূচীতে যুবদলের নতুন নেতাদের উপর হামলা করে পদবঞ্চিতরা। এতে আহত হন অনেকে। এমন ঘটনা সামনে আরো ঘটতে পারে বলে মনে করছেন নতুন কমিটির নেতাকর্মীরা।