
ফাইল ছবি
তৃণমূল বিএনপিতে নারায়ণগঞ্জ বিএনপির বহিস্কৃত নেতা এডভোকেট তৈমূর আলম খন্দকারসহ অন্যন্যদের যোগদান করাকে শহীদের রক্তের সাথে বেইমানি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তৃণমূল বিএনপির বিষয়ে মুখ না খুলে পারলাম না। কত বড় বেইমানের রক্ত শরীরে বহমান থাকলে এই সময়ে দলের সাথে, দেশের সাথে, জনগণের সাথে, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাথে, শহীদদের রক্তের সাথে এই তামাশা করতে পারে। তোরা দল করবি কর, তোদের কোন আদর্শ থাকলে বানা। কিন্তু নাম আর প্রতীক চুরি করবে আর দেখাবে বিএনপি নির্বাচনে আসছে এটা পাগলেও খাবে না। এদের জানাযায় প্রমাণ হবে এদের কর্মের ফল।