শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হত্যা জমি দখলে ছাত্রলীগ সভাপতি রিয়াজ বাহিনী 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৯, ২১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০৫:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২৩

হত্যা জমি দখলে ছাত্রলীগ সভাপতি রিয়াজ বাহিনী 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা জমি দখলের মত অপরাধে জড়িয়ে পুরো উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজ ও তার অনুসারীরা। রূপগঞ্জ থানায় রিয়াজ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে।

এর মধ্যে অভিযোগকারীদের নানাভাবে চাপ দিয়ে ও হুমকি দিয়ে সেগুলো আপোষ করার মত ঘটনাও ঘটেছে। 

রূপগঞ্জে শুধু বিরোধী দলের নেতাকর্মীরাই নয় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরাও রিয়াজ বাহিনীর তান্ডবের শিকার হয়েছেন বিভিন্ন সময়। গত ৩০ মে রূপগঞ্জের বরপা এলাকায় যুবলীগের নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের রিয়াজ বাহিনীর তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করতে দেখা যায় রিয়াজ বাহিনীর সদস্যদের। এঘটনায় ১৫ জন গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ রেস্তোরাঁর বাবুর্চি বিল্লাল মারা যান।

এ ঘটনায় রিয়াজ ও তার অনুগামীদের নাম আসা শুরু করলে পরে বাদী পক্ষকে নানা চাপ দিয়ে সেটি মিমাংসা করা হয়েছে বলে জানা যায়।

জানা যায়, প্রইভেটকারের ধাক্কায় বাইক পড়ে যাওয়ার মত তুচ্ছ ঘটনা নিয়ে সংঘাতে জড়ান রিয়াজ ও তার অনুসারীরা। 

এছাড়াও অন্যের জমিতে বিনা অনুমতিতে সাইনবোর্ড লাগিয়ে দখল করার অভিযোগ রয়েছে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এমনই এক ঘটনায় থানায় অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ জানান মাসুমা প্রধান নামের এক নারী।

গত ৩০ জুলাই জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং এন্ড পেপার লিমিটেডের চেয়ারম্যান সেলিম প্রধানের ওয়ারিশ সূত্রে পাওয়া জমি সাইনবোর্ড লাগিয়ে দখলে নেয়ার অভিযোগ আনেন ওই নারী।

এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের অভিযোগও রয়েছে রিয়াজের বিরুদ্ধে। সর্বশেষ ২০ সেপ্টেম্বর রাতে রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা তামজীদ ভূঁইয়ার বাড়িতে হামলা ও ব্যাপক লুটপাট চালায় রিয়াজের অনুসারীরা। 

একের পর এক অপকর্মে জড়িয়ে বারবার খবরের শিরোনাম হলেও রিয়াজ ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রশাসনকে কোন ব্যাবস্থা নিতে দেখা যায়নি। 

ভুক্তভোগীরা জানান, প্রভাবশালীদের ছত্রছায়ায় রিয়াজ ও তার অনুসারীরা একের পর এক অপকর্ম করে যাচ্ছে। তাদের শেল্টারেই দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে রিয়াজ ও তার বাহিনী।